আট বছর ধরে বুড়িগঙ্গা নদীতে গোসল করেন হেলাল উদ্দিন (৪৪)। বুড়িগঙ্গাপাড়ের কেরানীগঞ্জের ইস্পাহানী নদীধারা এলাকার এই বাসিন্দা বলছিলেন, বর্ষার সময় নদীর পানি কিছুটা পরিষ্কার থাকে। তখন নদীতে গোসল করা যায়। কয়েক মাস ধরে নদীর পানি কালচে ও দুর্গন্ধ হয়ে গেছে। প্রতিবছর এ সময় এমন হয়। কিন্তু এবার নদীর অবস্থা খুবই খারাপ। পরিবেশবাদী সংগঠন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) সূত্রে জানা যায়, রাজধানী ও এর আশপাশের প্রায় দেড় কোটি মানুষের মলমূত্রসহ বিভিন্ন কল-কারখানা ও গৃহস্থালির ১০ হাজার ঘনমিটারের বেশি বর্জ্য প্রতিদিন...

